কবিভাষ্য
সবটা ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে বিনামূল্যে সর্বান্তিক বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে
উন্নত বাংলা ফন্ট
সর্বান্তিক ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে পড়তে হবে
বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip
বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--
ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক উপরে দেওয়া হল
লিংকে ক্লিক করুন ফন্ট ডাউনলোড হবে
যুক্তবর্ণ সরল গঠনের
বুঝতে লিখতে পড়তে সহজ
==================================
কবিভাষ্য
সৈয়দ সুলতান
যারে যেই ভাষে প্রভু করিল সৃজন
সেই ভাষ তাহার অমূল্য যত ধন
পাপী সবে বোলে ছিদ্রি আল্লার প্রচারি
সৈয়দ সোলতানে সব দিল ব্যক্ত করি
__ ‘শবে মেয়েরাজ’ [ষোড়শ শতাব্দী]
(অংশ)
মধুসূদন দত্ত
বঙ্গভাষা
হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন; __
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি;
পরধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি
কাটাইনু বহু দিন সুখ পরিহরি!
অনিদ্রায়, অনাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরণ্যে বরি; __
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন
স্বপ্নে তবে কুললক্ষী কয়ে দিলা পরে, __
’ওরে বাছা মাতৃ-কোষে রতনের রাজি,
এ ভিখারি-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!‘
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃভাষা-রূপ খনি, পূর্ণ মণিজালে
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ভাষা
হায় হায় পরিতাপে পরিপূর্ণ দেশ
দেশের ভাষার প্রতি সকলের দ্বেষ
অগাধ দুঃখের জলে সদা ভাসে ভাষা
কোন মতে নাহি তার জীবনের আশা
নিশাযোগে নলিনী যেরূপ হয় ক্ষীণা
বঙ্গভাষা সেইরূপ দিন দিন দীনা
অপমান অনাদর প্রতি ঘরে ঘরে
কোনমতে কেহ নাহি সমাদর করে
(অংশ)
আবদুল হাকিম
(১৬২০ - ১৬৯০)
জে সবে বঙ্গেত জর্ম্মি হিংসে বঙ্গবানি
সে সব কাহার জর্ম্ম নির্ণএ না জানি
দেসি ভাসা বিদ্যা জার মনে না যুয়াএ
নিজ দেস ত্যাগি কেন বিদেসে না জাএ
মাতা পিতামোহো ক্রমে বঙ্গেত বসতি
দেসি ভাসা উপদেশ মন হিত য়তি
-- ‘নুরনামা’ [সপ্তদশ শতাব্দী]
(অংশ)
রামনিধি গুপ্ত
স্বদেশী ভাষা
নানান্ দেশের নানান্ ভাষা;
বিনা স্বদেশী ভাষা
পুরে কি আশা?
কত নদী সরোবর কিবা ফল চাতকীর?
ধারা-জল বিনে কভু
ঘুচে কি তৃষা?
-০-
গ্রন্থসূত্র:__
আমাদের মাতৃভাষা-চেতনা ও ভাষা আন্দোলন-- মুস্তাফা নূরউল ইসলাম বাংলাদেশ
---------0---
লেবেলসমূহ: কবিভাষ্য
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম