বাংলা কম্পিউটার কিবোর্ড জল্পনা
বাংলা কম্পিউটার কিবোর্ড জল্পনা ২৫/১২/২০০৮
(সংশোধিত ০৯/১১/২০০৯
অহনলিপি ব্যবহার করে সংশোধন ১৮/০৯/২০১২)
===========================
(সংশোধিত ০৯/১১/২০০৯
অহনলিপি ব্যবহার করে সংশোধন ১৮/০৯/২০১২)
===========================
ঠিক ঠিক পড়তে হলে সংগে দেওয়া লিংক থেকে ফন্ট ফ্রি ডাউনলোড করে নিতে হবে
বিনামূল্যে সর্বান্তিক বাংলা ইউনিকোড ফন্ট সরাসরি ডাউনলোড করুন নীচের এই লিংকে ক্লিক করে
উন্নত বাংলা ফন্ট
অহনলিপি-বাংলা১৪(AhanLipi-Bangla14) ফন্টে লিখিত
Windows7 Environment
Windows7 Environment
সর্বান্তিক ’অহনলিপি-বাংলা‘ ফন্টে পড়তে হবে
বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--
https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zipবিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক:--
ইউনিকোড ফন্ট ডাউনলোড করার লিংক উপরে দেওয়া হল
লিংকে ক্লিক করুন ফন্ট ডাউনলোড হবে
যুক্তবর্ণ সরল গঠনের
বুঝতে লিখতে পড়তে সহজ
==========================
বাংলা কম্পিউটার
কিবোর্ড জল্পনা
মনোজকুমার দ. গিরিশ
কম্পিউটারের জন্য বাংলা কিবোর্ড, কী হবে তা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার এ নিয়ে অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯৮২-তে গবেষণা হয়েছিল কিন্তু বাস্তব অবস্থার উপরে শেষ অবধি তা কোনও ছাপ ফেলতে পারেনি
বাংলা কিবোর্ডে হরফ__ অ এ ঙ ছ ড ত য শ ড় ং -- এই দশটি হরফ ঠিক মতো জায়গায় বসাতে পারলে নতুন কিবোর্ড সহজ হবে
ইউনিকোড ওপেন টাইপ ফন্টের জন্য আমার করা বাংলা ইউনিকোড কিবোর্ড অনুযায়ী __
অএছঙড় ডতযশ ং ইত্যাদি হরফের প্রথম পাঁচটির তিনটি(অএছ) পাওয়া যাবে অলট alt চেপে টাইপ করলে, আর দুটি(ঙড়) শিফ্ট Shift চেপে লিখতে হয়, আর বাকি চারটি(ডতযশ ং) সরাসরি লেখা যায় কারণ শেষ চারটির বর্ণের তুলনাংক বা লেটার ফ্রিকোয়েন্সি(Letter frequency) বেশি বলা যায় এই কি-টপ (Key Top)গুলির জন্য ইংরেজিতে কোনও সমধ্বনির হরফ প্রায় নেই, বাকি প্রধান হরফগুলির জন্য ইংরেজি সম-ধ্বনি বা কাছাকাছি ধ্বনির, তথা অনুসারী ধ্বনির কি-টপ(Key Top) আছে যেমন __ k=ক, g=গ, c=চ, j=জ, t=ট, d=দ, n=ন, p=প, f=ফ, b=ব, v=ভ, m=ম, r=র, l=ল, s=স, h=হ, y=য় ইত্যাদি এগুলির মধ্যে যেগুলি মহাপ্রাণ বর্ণ (aspirate), (যেমন__ খ,ঘ,ছ,ঝ,ঠ,থ,ধ) সেগুলি পাওয়া যাবে এই কি-টপগুলির শিফ্ট চেপে, তবে বেশ কিছু ব্যতিক্রম অবশ্য আছে
অ=alt j, এ=alt l, এবং ঙ=shft X, ছ=alt k, ড=], আর ত=q, য=z, শ=w, ড়=shft L, ং=.
এভাবে সমাবেশ করায় লেখা বা টাইপ করা যাচ্ছে সহজে
কি-টপ a =া, এবং ক্যাপিটাল(=shft)A=আ __এইদুটি চিহ্ন/হরফকে স্থান দেবার ফলে ’অ‘-কে সরিয়ে অন্য সহজ জায়গায় আনা হয়েছে(alt j=অ), কারণ ’অ‘ বেশি ব্যবহৃত হরফ ঠিক তেমনি e=ে , (shft)E=ৈ করা হয়েছে স্বরচিহ্ন ে (এ-কার=e) নন-শিফ়্ট করা হয়েছে কারণ এটির ব্যবহার অনেক বেশিআবার ’এ‘ লিখতে বার বার শিফ়্ট চাপতে অসুবিধেই হবে, তাই এটি অন্য সহজ জায়গায় আনা হয়েছে(alt l=এ) ইংরেজি c=চ, তাই শিফ়্ট C চেপে ’ছ‘ হওয়া উচিত, কিন্তু শিফ়্ট C চেপে ছ লেখায় একটু অসুবিধে হয়, তাই এটি সরিয়ে অন্যত্র সহজ জায়গায় আনা হয়েছে(alt k=ছ) আবার d=দ হবার ফলে ’ড‘ তার কাছাকাছি রাখা হয়নি, বিভ্রান্তি এড়াবার জন্য তা (বাঁদিকে না রেখে) আনা হয়েছে ডান পাশে, এবং ড=] করা হয়েছে d=দ, বাঁ দিকের চাবি, আর ড=] হল ডান দিকের চাবি
’ত‘ রাখা হয়েছে বাম দিকের কোণায়, q=ত তার পাশেই রাখা হয়েছে ’শ‘ হরফ শ ষ স এদের মধ্যে স-এর ব্যবহার সবচেয়ে বেশি, বাংলায় ’স‘ দিয়ে শুরু শব্দের সংখ্যা সব চেয়ে বেশি বাংলায় হরফ ব্যবহারের তুলনাংক বিচার করলে শ=৮৩,ষ=৪২,স=৩২১, তাই s=স করা হয়েছে আবার শিফ়্ট S চেপে ’শ‘ লিখতে গেলে সময় বেশি নেবে, আর স/শ বিভ্রান্তিও বাড়বে, তাই শ-কে রাখা হয়েছে ঠিক তার লম্বালম্বি উপরে, ঠিক উপরের সারিতেই, এবং তা শিফ়্ট ছাড়া স্বাভাবিক তল-এ তথা নরমাল প্লেনে (normal plane), অর্থাৎ w চাপলেই পাওয়া যাবে ’শ‘ বাংলা স এবং শ হরফ দুটির ব্যবহার বেশি বলে দুটিকেই শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে রাখা হয়েছে এতে টাইপিং-এর গতি বেড়েছে ’ষ‘ করা হয়েছে shft S, সব সময়ে খেয়াল রাখা হয়েছে যে, বেশি তুলনাংক সমন্বিত হরফগুলিকে (high frequency letters) শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে ব্যবহার করার সেটা করলে টাইপিং-এর গতি বাড়বে বাংলা কিবোর্ড তৈরি করতে লজিক ম্যানেজমেন্টের উপরে বেশি জোর দেওয়া হয়েছে
বাংলায় য-এর (মুক্ত য, এবং ফলা হিসেবে[য্] মিলিত) ব্যবহার খুব বেশি (২৪৬=৭৫+১৭১) অথচ এটি ঠিক জায়গায় বসাবার কি-টপ (Key Top) পাওয়া কঠিন, তাই এটি রাখা হয়েছে ইংরেজি z টপে আবার ধ্বনি সমতার দিক থেকেও এরা কাছাকাছি, প্রায় অনুসারী তাই এখানে z=য আবার য-ফলার(্য) ব্যবহার(১৭১) এবং য-এর ব্যবহার(৭৫) খুব পিঠোপিঠি না হলেও ’য‘ রাখা হয়েছে শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে, আর য-ফলা(য্) রাখা হয়েছে শিফ়্ট লেভেলে, যেহেতু এটি স্বাভাবিক হরফ না হয়ে একটি ফলা চিহ্ন, তাই বাস্তব ব্যবহারে মূল হরফ ’য‘ নরমাল প্লেনে রাখা হয়েছে, মুক্ত য-এর ব্যবহার কম হলেও’য‘ যেহেতু মুক্ত হরফ এবং য-ফলা তার দ্বৈতীয়ীক রূপ, তাই মুক্ত হরফ ’য‘ রাখা হয়েছে শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে(ব্যবহার সুবিধাজনক বলে), আর য-ফলা(য্) রাখা হয়েছে একই কি-টপে শিফ়্ট লেভেলে, যেহেতু এটি স্বাভাবিক হরফ না হয়ে একটি ফলা চিহ্ন, যদিও ব্যবহার মূল হরফ ’য‘ অপেক্ষা কম তো নয়ই, বরং অনেক বেশি বাস্তব ব্যবহারে ফলার ক্ষেত্রে মানিসকভাবে হাত সব সময়ে শিফ্ট লেভেলে কি-টপ খোঁজে এখানে য-ফলা(্য) শিফ্ট লেভেলে রাখার সেটিও একটি কারণ
র-ফলা(্র ) এবং রেফ( র্ ) এই কিবোর্ডের কোথায় থাকবে? এদুটি চিহ্নের ব্যবহার খুবই বেশি তাই দুটিকেই নরমাল প্লেন লেভেলে রাখা দরকার, সেজন্য র-ফলা করা হয়েছে ইরেজির এক্স( x ), আর রেফ করা হয়েছে ডান দিকে তৃতীয় বন্ধনীর প্রথমটিকে( [ ) ফলে সহজেই র-ফলা, এবং রেফ লেখা যাচ্ছে এখানে দেখানো য-ফলা এবং র-ফলা কিন্তু আলাদা চিহ্ন হিসেবে সরাসরি লেখা যায় না, সেটি লেখার জন্য অন্য হরফ সংযোগ দরকার
বাংলায় ”/“ (বার, বাই, অবলিক) চিহ্ন ব্যবহার খুবই কম অথচ ইংরেজি কিবোর্ডে তা খুবই গরুত্ব দিয়ে রাখা হয়েছে নন-শিফ্ট নরমাল প্লেনে(normal plane) তাই ইংরেজি ফুলস্টপ বা বিন্দু চিহ্নকে বাংলায় দাঁড়ির Key Top না করে এই ”/“ চিহ্নকে করা হয়েছে দাঁড়ি কারণ প্রতিটি পংক্তির শেষে দাঁড়ি তো থাকেই, অর্থাৎ ব্যবহার খুব বেশি এর উপরে তথা শিফ্ট চেপে ’?‘(প্রশ্ন চিহ্ন)-কে বাংলায়ও একই ”?“ চিহ্ন করা হয়েছে ফুল স্টপ বা বিন্দু ’টপ‘কে বাংলায় করা হয়েছে অনুস্বর বা অনুস্বার(ং) আর সেটা বেশ কাজের জিনিস হয়েছে কোনও শিফ়্ট না চেপে সহজে অনুস্বর/অনুস্বার(ং) লেখা যাচ্ছে অনুস্বার(ং)-এর ব্যবহার বেশি(৮৪) বাংলায় বিন্দু (বা ইংরেজির ফুল স্টপ) ব্যবহার খুবই কম, তাই তাকে Full stop কি-টপ(Key Top)-এ না রেখে, রাখা হয়েছে পাশের হরফ শিফ্ট M-এ
এভাবে নানা দিকে চোখ রেখে বাংলা কিবোর্ড গঠন করা হয়েছে প্রথম দিকে বাংলা হরফের তুলনাংক(Letter frequency) বিচার করে এবং Key Top-এর অবস্থান(Key Top frequency) বিবেচনা করে বাংলা কিবোর্ড বানানো হয়েছিল, কিন্তু তা বিজ্ঞানভিত্তিক হলেও তেমন ব্যবহারিক কাজের জিনিস হয়নি কারণ ইংরেজি কিবোর্ড থাকবে সবার কাছেই, আর তাই তাকে অনুসরণ না করলে তা কাজের কিছু হয়ে ওঠা কঠিন, পরে তাই সে কিবোর্ড পালটে ইংরেজি কি-টপ(Key Top) অনুসরণ করা হয়েছে নয়তো বাংলা হরফ কোথায় কোন্টা আছে তা মুখস্ত করতে হয় অনেক বেশি এজন্য এই কিবোর্ডের সাবলীলতা পরীক্ষা করে একাধিকবার সংশোধন করা হয়েছে
টাইপ করার কালে দুটি হাতের ব্যবহারে সমতা, বা ব্যালান্স যাতে সমান থাকে তা দেখা দরকার দুটি হাতের পরিশ্রম সমান হলে কাজ সুষ্ঠু হবে কিন্তু এখানে ডান হাতের ব্যবহার একটু বেশি রাখা হয়েছে, কারণ আমরা বেশি কাজ করি ডান হাতে, তাই সে হাতটি চলে বেশি সহজে, আর তাই ডান হাতের পরিশ্রম সইবারও ক্ষমতা বেশি এজন্য বাংলা ইউনিকোড কিবোর্ড একটু ডানহাতি হওয়ায় __বাস্তব সমতা, বা ব্যালান্স সঠিকভাবে রক্ষা পেয়েছে বলে মনে হয়
বাংলা ইউনিকোড কিবোর্ডটি এখানে দেখানো হল __
বাংলা কি-বোর্ডনতুন-কলম ০১/০১/২০০৮ অহনলিপি এপ্রিল ২০১১
প্রমিত কি-বোর্ড(Standard Keyboard)
সরাসরি Key চেপে এবং Shift+Key চেপে এই সকল হরফ পাওয়া যাবে উন্নীত২৯/০৬/২০১০ ১৮/০৯/২০১২
ৗ ----! -@ --#----৳---% -ঽ --&--*---(---)-- - - ----
~ -- !---@---#---$---%---^---&--*---(----)--- _ - +=ইংরেজি
-` --1---2----3---4----5----6- 7---8---9---0---- - - = =ইংরেজি
ৰ-- --১---২----৩---৪----৫---৬---৭---৮---৯---০---- - -- =
থ----ঢ়----ৈ---ৃ---ঠ----ঁ---ূ---ী--ৌ---ৎ---[---]---ৱ
Q---W----E----R---T--Y--U----I---O----P---{---}---- =--==ইংরেজি
q----w---e-----r----t----y---u----i----o----p---[---]----\====ইংরেজি
ত---শ---ে---র----ট---য়---ু---ি--ো--প---র্----ড---/
আ---ষ---ধ----ঢ---ঘ----়---ঝ---খ---ড়---:---"
A----S---D---F---G---H---J----K---L---:---"====ইংরেজি
a----s----d----f----g----h---j-----k----l---;----'====ইংরেজি
া---স----দ---ফ---গ---হ--জ---ক---ল---্----'
য---ঙ---;---ঞ---ঃ-- -ণ---- .-----< > ?
-Z---X---C---V----B---N---M------>----?====ইংরেজি
-z----x---c----v----b----n----m----,---.-----/==--=ইংরেজি
্য---্র--চ---ভ----ব----ন----ম----,---ং---
সকল স্বরচিহ্ন বা -কার চিহ্নই হরফের পরে টাইপ করতে হবে বাংলায় যুক্তবর্ণের দুটি মাত্র মণ্ড হরফ থাকবে-- ক্ষ জ্ঞ বাকিগুলি সরল করা হয়েছে
বাংলা সকল সম্ভাব্য যুক্তবর্ণ লিখে পরীক্ষা করা হয়েছে। সকল পরীক্ষাই উতরে গেছে
ডানপাশের Alt(=AltGr)__ অ ই উ ঋ এ ও ছ
ডানপাশের AltGr + Shift__ ঈ ঊ ঐ ঔ
ZWNJ=Zero Width Non-Joiner(গায়ে সাঁটা অযোজক,
অর্থাৎ গায়ে গায়ে লেগে যাবে কিন্তু জুড়ে যাবে না=AltGr h
মফস়্সল=ম ফ স ্ ZWNJ স ল
ZWJ=Zero Width Joiner(গায়ে সাঁটা যোজক, অর্থাৎ
কোনও ফাঁক না রেখে সেঁটে তথা জুড়ে যাবে)= AltGr+Shift H
ZWSP=Zero Width Space(গায়ে সাঁটা ফাঁক, অর্থাৎ গায়ে গায়ে
লেগে থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফাঁক রেখে)=AltGr+Shift P
ZWNJ(AltGr h) এর বদলে ZWSP(AltGr+Shift P) ব্যবহার করা যায়
এই তিনটি কি(Key) বিশেষ পরিস্থিতিতে নানা কাজে লাগবে
ZWNJ = AltGr h ---ZWJ =AltGr+Shft H ---ZWSP=AltGr+Shift P
জ়=জ ় [ ় হচ্ছে Shift H ]
BUZZER =বাজ়ার=ব া জ ় া র [ ব া জ Shift H া র]
গুজ্জর=গু জ ্ জ র [ ্= হচ্ছে normal plane-এ ; ]
কেব়্ল্ = ক ে ব ় ্ ল ্
বহির্রাজ্য=ব হ ি র্ র া জ ্য
র্+ক=র্ক, র্+খ=র্খ, র্+গ=র্গ, ইত্যাদি
ZWNJ = AltGr h
গুজ্জর =গ ু জ ্ ZWNJ জ র
সফ়্ট=স ফ ্ ZWNJ ট
মফস়্সল=ম ফ স ্ ZWNJ স ল
অন্যভাবেও লেখা যায়, যথা__
সফ়্ট=স ফ ় ্ ট সফ্ট= স ফ ্ ট
মফস়্সল=ম ফ স ় ্ স ল
মফস্সল=ম ফ স ্ স ল
কয়েকটি বিশেষ শব্দ লিখবার উপায় নিচে দেখানো হল --
উদ্যোগ=উ দ ্ ZWNJ য ো গ
কেব়্লের= ক ে ব ় ্ ZWNJ ল ে র
হর্রা=হ র ্ ZWNJ র া
যাস্নে= য া স ্ ZWNJ ন ে
Shft H
র়্যাপার=র Shft H ্য া প া র
নৈঋর্ত= ন ৈ র্ ঋ ত
ভৎর্সনা=ভ র্ ৎ স ন া
ZWJ + ZWNJ যদি দরকার হয়
এ্যাড্রেস=এ ্য া ড ্র ে স
এ্যালোপ্যাথি= এ ্য া ল ো প ্য া থ ি
এ্যাসিড= এ ্য া স ি ড
ZWSP =AltGr+Shift P
ZWNJ এর বদলে ZWSP ব্যবহার করা যায়
হরফ সংযোজন বৈচিত্র __
ক ্ ZWNJ ষ =ক্ষ _---__ক ্ ZWJ ষ=ক্ষ _-----__ক ্ ষ= ক্ষ
জ ্ ZWNJ ঞ=জ্ঞ _--__জ ্ ZWJ ঞ=জ্ঞ__--_ জ ্ ঞ=জ্ঞ
স্বর চিহ্নাদি__ া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ ্ ং ঃ ঁ
স্বর চিহ্নাদির আগে ZWJ সংযোগ করলে চিহ্নের সঙ্গী
চক্র-চিহ্নগুলি দূর হবে
প্রথমে Space দিয়ে তারপরে ZWJ া লিখলে চক্র-চিহ্ন দূর হবে
যেমন_ া া
===================================
বাংলা কি-বোর্ডনতুন-কলম ০১/০১/২০০৮ অহনলিপি এপ্রিল ২০১১
বিতত কি-বোর্ড(Extended Keyboard)
ডানপাশের Alt(=AltGr) এবং AltGr+Shift চেপে এই সকল হরফ পাওয়া যাবে উন্নীত২৯/০৬/২০১০ ১৮/০৯/২০১২
~- ৽-- ¥-- £-- ®- -©- ℞- ℅- §- □-- ▪- - ↑
~--!---@---#---$---%--^---&---*---(---)---_---+ =ইংরেজি
`---1---2----3---4---5----6---7----8---9---0-------= ===ইংরেজি
´----⁄-- \----€-- $- ঌ---☼-░-- █-- ¶ --° ↓
«-- »--- ঐ- --- -- -- ঊ-- ঈ-- ঔ -→ ← ♥- ™- ☛
Q---W----E----R----T----Y----U----I----O----P----{---}-- -|- ইংরেজি
q----w-----e-----r-----t-----y-----u----i-----o----p-----[--]---\ ইংরেজি
-৺ | --- ঋ--- ------ উ-- ই-- ও--- -- {-- }-- ¦
--- ৄ---ৣ--- --- ৾---→ ← ---— --------- ----”--- ’
A----S----D----F----G----H----J----K----L----:----" ==ইংরেজি
a-----s----d-----f----g-----h----j-----k----l-----;-----' ===ইংরেজি
---ৠ--- ৡ--- ৢ-- --→ ← -অ--- ছ---এ--- “---- ‘
÷ ---×--- ⊨--- √--- ▲---- ≠---- ○----৻--- ●---ৼ
Z----X----C----V----B----N----M----<---->----? ===ইংরেজি
z-----x----c-----v-----b----n-----m----,------.----/ ===ইংরেজি
৲--- ৴--- ৵--- ৶---- ৷--- ৸----- ৹----←---- →--
এখানে তিনটি স্থানে মুখোমুখি লাল তির আছে, এই স্থানগুলি ফাঁকা(Blank) আর ফাঁকা তো দেখানো সম্ভব নয় তাই, এদের জন্য মুখোমুখি তির এঁকে ব্যাপারটা বোঝানো হয়েছে, এদের অর্থ হল __
দ্বিতীয় সারিতে ঔ-এর পাশে(P=) হল ZWSP=AltGr+Shift P
আর তৃতীয় সারিতে ৾ চিহ্নের পরে
শিফট লেভেলে(H=),---ZWJ =AltGr+Shft H
এবং তৃতীয় সারিতেই ’অ‘ এর আগে
নরমাল প্লেন লেভেলে(h=),---ZWNJ = AltGr h
===================================
নতুন-কলম৯১ কিবোর্ড এবং অহনলিপি কিবোর্ড হুবহু এক নয়
সামন্য তফাত আছে যেমন --
====================================
-------এখানে দুটো কিবোর্ড দেখানো হয়েছে, কিন্তু কিবোর্ড দুটো নয়, একটাই মাত্র তবে বোঝার সুবিধা এবং বোঝানোর সুবিধার জন্য দুটো ভাগে এখানে কিবোর্ড দেখানো হল এর প্রথটি হল, সাধারণ ভাবে যেমন আমরা কিবোর্ড দেখি, প্রমিত কিবোর্ড(Standard Keyboard), তার নরমাল প্লেন(normal plane) তথা নন-শিফ্ট(non-shift) অবস্থার চেহারা, এবং তারপরে শিফ্ট অবস্থার চেহারা কিন্তু এখানে তো সব হরফ বা চিহ্ন নেই, তা হলে বাকি সব হরফ বা চিহ্ন কি করে লেখা হবে? সেগুলো দেখানো হয়েছে বিতত কিবোর্ডে(Extended Keyboard),যেটা হল অল্ট(Alt) চেপে [যেটাকে বলা হয়েছে অল্টজিআর (Alt=AltGr)] লিখতে হবে, এবং অন্যটা তার (AltGr-এর সঙ্গে)শিফ্ট অবস্থার চেহারা এর সবটা মিলিয়েই বাংলা কিবোর্ড ভাগ করে করে দেখানো হয়েছে, অর্থাৎ ডিসেকশন করে ভাগে ভেগে ভেঙে দেখানো এতে দেখানোর সুবিধে যেমন তেমনি ব্যবহারকারীদের বুঝতেও সুবিধে হবে বলা দরকার যে, ডান দিকের Alt হল AltGr, বাঁ দিকের Alt চাপলে তা কিন্তু AltGr নয় বাঁ দিকের Alt চাপলে তা কিন্তু AltGr হবে না, তাই তা সঠিক কাজ করবে না এখানে AltGr-এর অর্থ হল "alternate graphic". যাহোক, ভুল করেও ভাবলে চলবে না যে এসব দুটো আলাদা কিবোর্ড
--------অনেকগুলি শব্দ কীভাবে কোন্টা লিখতে হবে তা আগেই উপরে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে, কারণ ইউনিকোড ফন্টে বেশ কিছু শব্দ লিখতে অসুবিধে হয় সে সমস্যা মেটাতেই ব্যাপারটা খোলসা করে লেখা হয়েছে একটু চেষ্টা করলেই বাংলা সকল শব্দ লেখা যাবে, তা কঠিন বা সহজ যা-ই হোক যেমন আগেই বলেছি ”র্যাপার“ যত সহজ শব্দই হোক তা লেখায় ইউনিকোড ফন্টে বেশ বেগ পেতে হয়, এবং একটু দেখে নিলেই হবে, এ্যাসিড =এ ্য া স ি ড, বা অন্য শব্দ লেখার পদ্ধতি কী আবার ’দংষ্ট্রা‘ বা ’কেম্ব্রিজ‘ ইত্যাদি নানা হরফ জুড়ে যুক্তবর্ণ দেখতে কঠিন হলেও ইউনিকোড ফন্টে লেখা তেমন কঠিন নয়
--------বাংলায় ফলা আছে আটটি(৮টি) ফলা হল আসলে যুক্তবর্ণে যেসকল হরফ (পরবর্তী বর্ণ/শেষ বর্ণ ), অন্য হরফের সঙ্গে যা এসে যুক্ত হয়, সেগুলির এক-একটি বিশেষ রূপ এদের কেন একটি করে বিশেষ রূপ এবং বিশেষ নাম দেওয়া হয়েছে? কারণ, এদের প্রয়োগ বা ব্যবহার পরে/শেষে যোজিত অন্যান্য বর্ণের চেয়ে বেশি ফলাগুলি হল__ ণ ন ম য র(রেফ এবং র-ফলা) ল ব ফলার ’ব‘ কিন্তু বর্গীয় ’ব‘ নয়, ফলার ’ব‘ হল অন্তস্থ-ব(ৱ) এর মধ্যে একমাত্র ণ ফলার ব্যবহার কম অতীতে হয়তো ’ণ‘ ফলার ব্যবহার বেশি ছিল, এখন আর তেমন নেই
--------ফলার মধ্য যে চারটি ফলাকে আমার করা কিবোর্ডে বিশেষ রূপ দেওয়া হয়েছে, তা হল য-ফলা, র-ফলা, রেফ, এবং ’ব‘ ফলা বাকি চারটির তথা __ ণ ন ম ল, এদের কোনওটির বিশেষ রূপ দেওয়া হয়নি সাধারণ যুক্তবর্ণের মতোই তাদের রাখা হয়েছে যে চারটি ফলার বিশেষ রূপ দেওয়া হয়েছে তাদের
কি-টপ(Key Top) গুলি কী কী? একটি তো য-ফলা, সেটি shift Z করা হয়েছে, সে কথা আগেই বলা হয়েছে ব(ৱ) ফলা করা হয়েছে__ b কি-টপ, অবশ্য তার আগে হস্ চিহ্ন টাইপ করে নিতে হবে যেমন__ ম ্ ব = ম্ব, স ্ ব =স্ব ইত্যাদি এটি বলা যায়, সরাসরি চাবি চেপে পাওয়া ফলা, এর ব্যবহার বেশ বেশি বলে এটিকে সরসরি টাইপ করার জন্য b-কিটপ দেওয়া হয়েছে
--------আর বাকি দুটি তথা র-ফলা এবং রেফ এদুটির ব্যবহার খুব বেশি বলে এদেরও সরাসরি চাবি চেপে লেখার ব্যবস্থা করা হয়েছে র-ফলা হল__ নরমাল প্লেনে ইংরেজি হরফ x, যেমন-_ ম্র=ম ্র প্র=প ্র এখানে যে-হস্ চিহ্ন র-এর সঙ্গে যুক্ত হচ্ছে তা কি(Key [ = ্র )-এর সঙ্গেই অন্তর্ভুক্ত করা আছে এই একই ব্যবস্থা য-ফলা এবং র-ফলার ক্ষেত্রে করা আছে তাই হস্ চিহ্ন আলাদা করে টাইপ করতে হয় না, স্ব-যোজিত ভাবেই চলে আসে
--------রেফ-এর ব্যবহার সবচেয়ে বেশি তাই এটিও সরাসরি চাবি চেপে লেখা যাবে, আর সেটা স্ব-যোজিত ভাবেই চলে আসবে যেমন__ র্ক=র্ ক, র্ব=র্ ব
--------র-ফলা এবং রেফ(-র্ --)-এর মধ্যে র-ফলাটি(x= ্র) সঙ্গী বর্ণের পরে চাপতে হবে আর যেহেতু রেফ([-=--র্-- )সাথী বর্ণের আগে উচ্চারিত হয়, তাই এটি সাথী বর্ণের আগেই টাইপ করতে হবে রেফ রাখা হয়েছে ডান দিকে ইংরেজি টাইপ তৃতীয় বন্ধনীর প্রথম-অংশ [ কি-টপে, যাতে এটি সরাসরি টাইপ করা যায়, এবং অন্যদের থেকে দূরে হরফ ’র‘, এবং র-ফলা, রেফ ইত্যাদি আছে আলাদা আলাদা করে দূরে দূরে, যাতে কোনও বিভ্রান্তি দেখা দিতে না পারে
--------বাংলায় যুক্তবর্ণ লেখার জন্য এখানে বর্ণ সমবায় পদ্ধতি গ্রহণ করা হয়েছে বর্ণ সমবায় পদ্ধতি কি? কেবলমাত্র পাশাপাশি হরফ জুড়ে যুক্তবর্ণ লেখা দলা পাকানো যুক্তবর্ণ(Consonant Cluster) ব্যবস্থা পরিহার করা হয়েছে, সেগুলি যেন হরফের মণ্ড তাই মণ্ডহরফ(lump of letters) এড়িয়ে বাংলা যুক্তবর্ণ এমনভাবে লেখা হয়েছে যে তা লিখতে, পড়তে, বুঝতে সুবিধে হয় মূল হরফের মতো করে যেন মণ্ডহরফগুলিকে, আবার নতুন করে বর্ণ পরিচয়ের মতো করে শিখতে নাহয় যদি লিখি__ বিজ্ঞ, রক্ষা তবে ’জ্ঞ‘, ’ক্ষ‘ যে কী ভাবে তৈরি হল তা বোঝা যায় না, অথবা বোঝা যায় না কোন্ কোন্ হরফ জুড়ে এসব তৈরি হয়েছে বড়রা বহুদিনে আয়াসে অভ্যাসে যাহোক করে শিখে ফেলেছে(যদিও সবটা সবার আয়ত্ত হয়নি), এদিকে ছোটরা তো খুবই কঠিন অবস্থায় পড়ে এখন এমন সব পরিবার থেকে শিশুরা বিদ্যালয়ে আসছে যে, তাদের পরিবার থেকে আগে কেউ বিদ্যালয়ে আসেনি, এটাই প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন তারা বাড়িতে পড়তে পারবে না, তাদের দেখিয়ে দেবার কেউ নেই তাই যদি লেখা পড়া সহজ হয়, তাতে সুবিধা সবারই বাঙালি পরিবার অথচ জীবিকার প্রয়োজনে অন্যত্র বাস করতে হয়েছে, তাদের হয় খুবই সমস্যা এমনি একজনের কথা-- বিয়ের পরে সে অন্ডালে আছে, সে এটাকে এভাবে বোঝার চেষ্টা করছে, অ, অর্ধেক ন আর ড, ল = অন্ডাল
যদিও বিশ্বখ্যাত পণ্ডিতদের মুখে এমন অভিমত শুনেছি যে__ ছেলে বেলায় আমরা কষ্ট করে এসব শিখেছি, এরা কেন তা পারবে না তাঁরা এসব প্রথম প্রজন্মের শিশুদের কথা মনে রাখেন নি যেমন, যদি বিকল্প রূপ না লিখে সর্বত্র গু, রু, শু হু এবং রূ __এমনি করে লেখা হয়, তাতে সুবিধা বাড়বে ছাড়া কমবে না তেমনি, অল্প, গন্ধ ইত্যাদি করে, সরল করে যদি যুক্তবর্ণ লেখা হয় তাতে সুবিধা বাড়বে ছাড়া কমবে না
--------এখানে বাংলা যুক্তবর্ণ লেখার একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, সেটি মাত্র দুটি সূত্রে বদ্ধ
(১) c1C2 (২) c1c1C2 , এখানে c অথবা C হল Consonant. অর্থাৎ, যুক্তবর্ণের প্রথম বর্ণ(c1) হবে ছোট সেজন্য c ছোট করেই লেখা হয়েছে আর যুক্তবর্ণের দ্বিতীয় বা শেষ বর্ণ C2 হবে বড় তথা সাধারণ মাপের ব্যঞ্জনবর্ণ
--------আমরা বাংলা যুক্তবর্ণের প্রথম বর্ণের উচ্চারণ করি সংক্ষিপ্ত বা লঘু করে, তাই তার আয়তনও হবে হ্রস্বাকৃতির, কিন্তু অবিকৃত আর দ্বিতীয় বর্ণ বা শেষ বর্ণের উচ্চারণ করি স্বাভাবিক বা পূর্ণ, তাই তা পূর্ণ মাপের করেই লেখা হবে এটাই সাধারণ রীতি, কোথাও যে কখনও ব্যতিক্রম হবেই না, তা হলফ করে বলা যায় না পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বাংলা যুক্তবর্ণ লেখায় এমনি রীতিই তাঁদের নতুন লিখন ব্যবস্থায় চালু করেছেন যদিও সবটা নয়, যেমন তাঁরা ”কৃষ্ণ“ লেখায় মণ্ডহরফ প্রায় এমনি করে সহজ করে লিখছেন
বাংলায় দু ধরনের যুক্তবর্ণ হতে পারে, দুই বর্ণের এবং তিন বর্ণের যেখানে যুক্তবর্ণ দুই বর্ণের হবে__ সেখানে প্রথম বর্ণ হবে ছোট মাপের, আর যেখানে যুক্তবর্ণ তিন বর্ণের হবে সেখানে প্রথম দুটি বর্ণ হবে ছোট মাপের ছোট মানে বিকৃত বা অংশ মাত্র নয়, পুরো বর্ণই, কেবল মাপে ছোট কত ছোট? বড় হরফের দুই-তৃতীয়াংশ (২/৩) ফলে এই সূত্র অনুসারে সকল ধরনের যুক্তবর্ণই সহজে লেখা যাবে, এমন কি অনাগত ভবিষ্যত যুক্তবর্ণও এতে লেখা সম্ভব হবে এবং সহজ হবে মণ্ডহরফ করে লিখতে গিয়ে একটি বহুল প্রচারিত কাগজে রুশ শব্দ ”ভ্লাদিমি“ লিখতে গিয়ে ভ এবং ল, জুড়ে দিয়ে মণ্ড করে এমন অদ্ভুত ভাবে লেখা হয়েছে যা অকারণ এবং অনাবশ্যক
--------যুক্তবর্ণ সরল করে লেখার ফলে আমার করা সফ্টওয়্যারের আয়তন অনেক ছোট হয়েছে তাড়াতাড়ি লেখাও যাচ্ছে কিবোর্ড সহজে মনে থাকছে বেশি মুখস্ত করতে হচ্ছে না
সব লেভেলের, সব সারির, সব হরফ ----
সবগুলি একত্রে দেখা যাক__
নরমাল প্লেন __
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ৰ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ০ - =
দ্বিতীয় সারি “ __ ত শ ে র ট য় ু ি ো প র্ ড /
তৃতীয় সারি “ __ া স দ ফ গ হ জ ক ল ্ '
চতুর্থ সারি “ __ য ্র চ ভ ব ন ম , ং
নরমাল শিফট লেভেলে __
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ৗ @ # ৳ % ঽ & * ( ) _ +
দ্বিতীয় সারি “ __ থ ঢ় ৈ ৃ ঠ ঁ ূ ী ৌ ৎ [ ] ৱ
তৃতীয় সারি “ __ আ ষ ধ ঢ ঘ় ঝ খ ড় : "
চতুর্থ সারি “ __ ্য ঙ ; ঞ ঃ ণ . < > ?
অলট (=অল্টজিআর[AltGr] )নন-শিফট লেভেলে __ (অর্থাৎ ডান দিকের Alt চাপতে হবে)
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ´ ´⁄ \ € $ ঌ ☼ ░ █ ¶ ° ↓
দ্বিতীয় সারি “ __ ৺ ঋ উ ই ও { } ¦
তৃতীয় সারি “ __ ৠ ৡ ৢ ZWNJ অ ছ এ “ ‘
চতুর্থ সারি “ __ ৲ ৴ ৵ ৶ ৷ ৸ ৹ ← →
অল্টজিআর[AltGr] শিফট লেভেলে __ (অর্থাৎ ডান দিকের Alt চাপতে হবে, এবং একই সঙ্গে শিফট চাপতে হবে)
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ~ ৽ ¥ £ ® © ℞ ℅ § □ ▪ ↑
দ্বিতীয় সারি “ __ « » ঐ ঊ ঈ ঔ ZWSP ♥ ™ ☛
তৃতীয় সারি “ __ ৄ ৣ ৾ ZWJ — ” ’
চতুর্থ সারি “ __ ÷ × ⊨ √ ▲ ≠ ○ ৻ ● ৼ
অল্টজিআর[AltGr] কথাটির অর্থ হল ডান দিকের
অল্ট [Alt] চাপতে হবে বাম দিকের অল্ট [Alt] চাপলে কাজ হবে না
ZWJ = Zero Width Joiner(গায়ে সাঁটা যোজক, অর্থাৎ কোনও ফাঁক না রেখে সেঁটে তথা জুড়ে যাবে)= AltGr+Shift H
ZWNJ = Zero Width Non-Joiner(গায়ে সাঁটা অযোজক, অর্থাৎ গায়ে গায়ে লেগে যাবে কিন্তু জুড়ে যাবে না)=AltGr h
ZWSP = Zero Width Space(গায়ে সাঁটা ফাঁক, অর্থাৎ গায়ে গায়ে লেগে থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফাঁক রেখে)=AltGr+Shift P
ZWNJ(AltGr h) এর বদলে ZWSP(AltGr+Shift P) ব্যবহার করা যায়
--------আশা করি সংস্কৃত শব্দও বাংলা হরফে সহজে লেখা যাবে
--------পাঠকেরা আশাকরি তাঁদের বিজ্ঞ এবং মূল্যবান মতামত পাঠাবেন আমার
ই-মেলে তাঁদের মূল্যবান পরমর্শ দিয়ে ধন্যবাদ সকলকে
ইমেল ঠিকানা : manojkumardgirish@yahoo.com
----------------------------------__ ০ ___
কিবোর্ড জল্পনা
মনোজকুমার দ. গিরিশ
কম্পিউটারের জন্য বাংলা কিবোর্ড, কী হবে তা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার এ নিয়ে অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯৮২-তে গবেষণা হয়েছিল কিন্তু বাস্তব অবস্থার উপরে শেষ অবধি তা কোনও ছাপ ফেলতে পারেনি
বাংলা কিবোর্ডে হরফ__ অ এ ঙ ছ ড ত য শ ড় ং -- এই দশটি হরফ ঠিক মতো জায়গায় বসাতে পারলে নতুন কিবোর্ড সহজ হবে
ইউনিকোড ওপেন টাইপ ফন্টের জন্য আমার করা বাংলা ইউনিকোড কিবোর্ড অনুযায়ী __
অএছঙড় ডতযশ ং ইত্যাদি হরফের প্রথম পাঁচটির তিনটি(অএছ) পাওয়া যাবে অলট alt চেপে টাইপ করলে, আর দুটি(ঙড়) শিফ্ট Shift চেপে লিখতে হয়, আর বাকি চারটি(ডতযশ ং) সরাসরি লেখা যায় কারণ শেষ চারটির বর্ণের তুলনাংক বা লেটার ফ্রিকোয়েন্সি(Letter frequency) বেশি বলা যায় এই কি-টপ (Key Top)গুলির জন্য ইংরেজিতে কোনও সমধ্বনির হরফ প্রায় নেই, বাকি প্রধান হরফগুলির জন্য ইংরেজি সম-ধ্বনি বা কাছাকাছি ধ্বনির, তথা অনুসারী ধ্বনির কি-টপ(Key Top) আছে যেমন __ k=ক, g=গ, c=চ, j=জ, t=ট, d=দ, n=ন, p=প, f=ফ, b=ব, v=ভ, m=ম, r=র, l=ল, s=স, h=হ, y=য় ইত্যাদি এগুলির মধ্যে যেগুলি মহাপ্রাণ বর্ণ (aspirate), (যেমন__ খ,ঘ,ছ,ঝ,ঠ,থ,ধ) সেগুলি পাওয়া যাবে এই কি-টপগুলির শিফ্ট চেপে, তবে বেশ কিছু ব্যতিক্রম অবশ্য আছে
অ=alt j, এ=alt l, এবং ঙ=shft X, ছ=alt k, ড=], আর ত=q, য=z, শ=w, ড়=shft L, ং=.
এভাবে সমাবেশ করায় লেখা বা টাইপ করা যাচ্ছে সহজে
কি-টপ a =া, এবং ক্যাপিটাল(=shft)A=আ __এইদুটি চিহ্ন/হরফকে স্থান দেবার ফলে ’অ‘-কে সরিয়ে অন্য সহজ জায়গায় আনা হয়েছে(alt j=অ), কারণ ’অ‘ বেশি ব্যবহৃত হরফ ঠিক তেমনি e=ে , (shft)E=ৈ করা হয়েছে স্বরচিহ্ন ে (এ-কার=e) নন-শিফ়্ট করা হয়েছে কারণ এটির ব্যবহার অনেক বেশিআবার ’এ‘ লিখতে বার বার শিফ়্ট চাপতে অসুবিধেই হবে, তাই এটি অন্য সহজ জায়গায় আনা হয়েছে(alt l=এ) ইংরেজি c=চ, তাই শিফ়্ট C চেপে ’ছ‘ হওয়া উচিত, কিন্তু শিফ়্ট C চেপে ছ লেখায় একটু অসুবিধে হয়, তাই এটি সরিয়ে অন্যত্র সহজ জায়গায় আনা হয়েছে(alt k=ছ) আবার d=দ হবার ফলে ’ড‘ তার কাছাকাছি রাখা হয়নি, বিভ্রান্তি এড়াবার জন্য তা (বাঁদিকে না রেখে) আনা হয়েছে ডান পাশে, এবং ড=] করা হয়েছে d=দ, বাঁ দিকের চাবি, আর ড=] হল ডান দিকের চাবি
’ত‘ রাখা হয়েছে বাম দিকের কোণায়, q=ত তার পাশেই রাখা হয়েছে ’শ‘ হরফ শ ষ স এদের মধ্যে স-এর ব্যবহার সবচেয়ে বেশি, বাংলায় ’স‘ দিয়ে শুরু শব্দের সংখ্যা সব চেয়ে বেশি বাংলায় হরফ ব্যবহারের তুলনাংক বিচার করলে শ=৮৩,ষ=৪২,স=৩২১, তাই s=স করা হয়েছে আবার শিফ়্ট S চেপে ’শ‘ লিখতে গেলে সময় বেশি নেবে, আর স/শ বিভ্রান্তিও বাড়বে, তাই শ-কে রাখা হয়েছে ঠিক তার লম্বালম্বি উপরে, ঠিক উপরের সারিতেই, এবং তা শিফ়্ট ছাড়া স্বাভাবিক তল-এ তথা নরমাল প্লেনে (normal plane), অর্থাৎ w চাপলেই পাওয়া যাবে ’শ‘ বাংলা স এবং শ হরফ দুটির ব্যবহার বেশি বলে দুটিকেই শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে রাখা হয়েছে এতে টাইপিং-এর গতি বেড়েছে ’ষ‘ করা হয়েছে shft S, সব সময়ে খেয়াল রাখা হয়েছে যে, বেশি তুলনাংক সমন্বিত হরফগুলিকে (high frequency letters) শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে ব্যবহার করার সেটা করলে টাইপিং-এর গতি বাড়বে বাংলা কিবোর্ড তৈরি করতে লজিক ম্যানেজমেন্টের উপরে বেশি জোর দেওয়া হয়েছে
বাংলায় য-এর (মুক্ত য, এবং ফলা হিসেবে[য্] মিলিত) ব্যবহার খুব বেশি (২৪৬=৭৫+১৭১) অথচ এটি ঠিক জায়গায় বসাবার কি-টপ (Key Top) পাওয়া কঠিন, তাই এটি রাখা হয়েছে ইংরেজি z টপে আবার ধ্বনি সমতার দিক থেকেও এরা কাছাকাছি, প্রায় অনুসারী তাই এখানে z=য আবার য-ফলার(্য) ব্যবহার(১৭১) এবং য-এর ব্যবহার(৭৫) খুব পিঠোপিঠি না হলেও ’য‘ রাখা হয়েছে শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে, আর য-ফলা(য্) রাখা হয়েছে শিফ়্ট লেভেলে, যেহেতু এটি স্বাভাবিক হরফ না হয়ে একটি ফলা চিহ্ন, তাই বাস্তব ব্যবহারে মূল হরফ ’য‘ নরমাল প্লেনে রাখা হয়েছে, মুক্ত য-এর ব্যবহার কম হলেও’য‘ যেহেতু মুক্ত হরফ এবং য-ফলা তার দ্বৈতীয়ীক রূপ, তাই মুক্ত হরফ ’য‘ রাখা হয়েছে শিফ়্ট এড়িয়ে নরমাল প্লেনে(ব্যবহার সুবিধাজনক বলে), আর য-ফলা(য্) রাখা হয়েছে একই কি-টপে শিফ়্ট লেভেলে, যেহেতু এটি স্বাভাবিক হরফ না হয়ে একটি ফলা চিহ্ন, যদিও ব্যবহার মূল হরফ ’য‘ অপেক্ষা কম তো নয়ই, বরং অনেক বেশি বাস্তব ব্যবহারে ফলার ক্ষেত্রে মানিসকভাবে হাত সব সময়ে শিফ্ট লেভেলে কি-টপ খোঁজে এখানে য-ফলা(্য) শিফ্ট লেভেলে রাখার সেটিও একটি কারণ
র-ফলা(্র ) এবং রেফ( র্ ) এই কিবোর্ডের কোথায় থাকবে? এদুটি চিহ্নের ব্যবহার খুবই বেশি তাই দুটিকেই নরমাল প্লেন লেভেলে রাখা দরকার, সেজন্য র-ফলা করা হয়েছে ইরেজির এক্স( x ), আর রেফ করা হয়েছে ডান দিকে তৃতীয় বন্ধনীর প্রথমটিকে( [ ) ফলে সহজেই র-ফলা, এবং রেফ লেখা যাচ্ছে এখানে দেখানো য-ফলা এবং র-ফলা কিন্তু আলাদা চিহ্ন হিসেবে সরাসরি লেখা যায় না, সেটি লেখার জন্য অন্য হরফ সংযোগ দরকার
বাংলায় ”/“ (বার, বাই, অবলিক) চিহ্ন ব্যবহার খুবই কম অথচ ইংরেজি কিবোর্ডে তা খুবই গরুত্ব দিয়ে রাখা হয়েছে নন-শিফ্ট নরমাল প্লেনে(normal plane) তাই ইংরেজি ফুলস্টপ বা বিন্দু চিহ্নকে বাংলায় দাঁড়ির Key Top না করে এই ”/“ চিহ্নকে করা হয়েছে দাঁড়ি কারণ প্রতিটি পংক্তির শেষে দাঁড়ি তো থাকেই, অর্থাৎ ব্যবহার খুব বেশি এর উপরে তথা শিফ্ট চেপে ’?‘(প্রশ্ন চিহ্ন)-কে বাংলায়ও একই ”?“ চিহ্ন করা হয়েছে ফুল স্টপ বা বিন্দু ’টপ‘কে বাংলায় করা হয়েছে অনুস্বর বা অনুস্বার(ং) আর সেটা বেশ কাজের জিনিস হয়েছে কোনও শিফ়্ট না চেপে সহজে অনুস্বর/অনুস্বার(ং) লেখা যাচ্ছে অনুস্বার(ং)-এর ব্যবহার বেশি(৮৪) বাংলায় বিন্দু (বা ইংরেজির ফুল স্টপ) ব্যবহার খুবই কম, তাই তাকে Full stop কি-টপ(Key Top)-এ না রেখে, রাখা হয়েছে পাশের হরফ শিফ্ট M-এ
এভাবে নানা দিকে চোখ রেখে বাংলা কিবোর্ড গঠন করা হয়েছে প্রথম দিকে বাংলা হরফের তুলনাংক(Letter frequency) বিচার করে এবং Key Top-এর অবস্থান(Key Top frequency) বিবেচনা করে বাংলা কিবোর্ড বানানো হয়েছিল, কিন্তু তা বিজ্ঞানভিত্তিক হলেও তেমন ব্যবহারিক কাজের জিনিস হয়নি কারণ ইংরেজি কিবোর্ড থাকবে সবার কাছেই, আর তাই তাকে অনুসরণ না করলে তা কাজের কিছু হয়ে ওঠা কঠিন, পরে তাই সে কিবোর্ড পালটে ইংরেজি কি-টপ(Key Top) অনুসরণ করা হয়েছে নয়তো বাংলা হরফ কোথায় কোন্টা আছে তা মুখস্ত করতে হয় অনেক বেশি এজন্য এই কিবোর্ডের সাবলীলতা পরীক্ষা করে একাধিকবার সংশোধন করা হয়েছে
টাইপ করার কালে দুটি হাতের ব্যবহারে সমতা, বা ব্যালান্স যাতে সমান থাকে তা দেখা দরকার দুটি হাতের পরিশ্রম সমান হলে কাজ সুষ্ঠু হবে কিন্তু এখানে ডান হাতের ব্যবহার একটু বেশি রাখা হয়েছে, কারণ আমরা বেশি কাজ করি ডান হাতে, তাই সে হাতটি চলে বেশি সহজে, আর তাই ডান হাতের পরিশ্রম সইবারও ক্ষমতা বেশি এজন্য বাংলা ইউনিকোড কিবোর্ড একটু ডানহাতি হওয়ায় __বাস্তব সমতা, বা ব্যালান্স সঠিকভাবে রক্ষা পেয়েছে বলে মনে হয়
বাংলা ইউনিকোড কিবোর্ডটি এখানে দেখানো হল __
বাংলা কি-বোর্ড
প্রমিত কি-বোর্ড(Standard Keyboard)
সরাসরি Key চেপে এবং Shift+Key চেপে এই সকল হরফ পাওয়া যাবে উন্নীত
ৗ ----! -@ --#----৳---% -ঽ --&--*---(---)-- - - ----
~ -- !---@---#---$---%---^---&--*---(----)--- _ - +=ইংরেজি
-` --1---2----3---4----5----6- 7---8---9---0---- - - = =ইংরেজি
ৰ-- --১---২----৩---৪----৫---৬---৭---৮---৯---০---- - -- =
থ----ঢ়----ৈ---ৃ---ঠ----ঁ---ূ---ী--ৌ---ৎ---[---]---ৱ
Q---W----E----R---T--Y--U----I---O----P---{---}---- =--==ইংরেজি
q----w---e-----r----t----y---u----i----o----p---[---]----\====ইংরেজি
ত---শ---ে---র----ট---য়---ু---ি--ো--প---র্----ড---/
আ---ষ---ধ----ঢ---ঘ----়---ঝ---খ---ড়---:---"
A----S---D---F---G---H---J----K---L---:---"====ইংরেজি
a----s----d----f----g----h---j-----k----l---;----'====ইংরেজি
া---স----দ---ফ---গ---হ--জ---ক---ল---্----'
য---ঙ---;---ঞ---ঃ-- -ণ---- .-----< > ?
-Z---X---C---V----B---N---M------>----?====ইংরেজি
-z----x---c----v----b----n----m----,---.-----/==--=ইংরেজি
্য---্র--চ---ভ----ব----ন----ম----,---ং---
সকল স্বরচিহ্ন বা -কার চিহ্নই হরফের পরে টাইপ করতে হবে বাংলায় যুক্তবর্ণের দুটি মাত্র মণ্ড হরফ থাকবে-- ক্ষ জ্ঞ বাকিগুলি সরল করা হয়েছে
বাংলা সকল সম্ভাব্য যুক্তবর্ণ লিখে পরীক্ষা করা হয়েছে। সকল পরীক্ষাই উতরে গেছে
ডানপাশের Alt(=AltGr)__ অ ই উ ঋ এ ও ছ
ডানপাশের AltGr + Shift__ ঈ ঊ ঐ ঔ
ZWNJ=Zero Width Non-Joiner(গায়ে সাঁটা অযোজক,
অর্থাৎ গায়ে গায়ে লেগে যাবে কিন্তু জুড়ে যাবে না=AltGr h
মফস়্সল=ম ফ স ্ ZWNJ স ল
ZWJ=Zero Width Joiner(গায়ে সাঁটা যোজক, অর্থাৎ
কোনও ফাঁক না রেখে সেঁটে তথা জুড়ে যাবে)= AltGr+Shift H
ZWSP=Zero Width Space(গায়ে সাঁটা ফাঁক, অর্থাৎ গায়ে গায়ে
লেগে থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফাঁক রেখে)=AltGr+Shift P
ZWNJ(AltGr h) এর বদলে ZWSP(AltGr+Shift P) ব্যবহার করা যায়
এই তিনটি কি(Key) বিশেষ পরিস্থিতিতে নানা কাজে লাগবে
ZWNJ = AltGr h ---ZWJ =AltGr+Shft H ---ZWSP=AltGr+Shift P
জ়=জ ় [ ় হচ্ছে Shift H ]
BUZZER =বাজ়ার=ব া জ ় া র [ ব া জ Shift H া র]
গুজ্জর=গু জ ্ জ র [ ্= হচ্ছে normal plane-এ ; ]
কেব়্ল্ = ক ে ব ় ্ ল ্
বহির্রাজ্য=ব হ ি র্ র া জ ্য
র্+ক=র্ক, র্+খ=র্খ, র্+গ=র্গ, ইত্যাদি
ZWNJ = AltGr h
গুজ্জর =গ ু জ ্ ZWNJ জ র
সফ়্ট=স ফ ্ ZWNJ ট
মফস়্সল=ম ফ স ্ ZWNJ স ল
অন্যভাবেও লেখা যায়, যথা__
সফ়্ট=স ফ ় ্ ট সফ্ট= স ফ ্ ট
মফস়্সল=ম ফ স ় ্ স ল
মফস্সল=ম ফ স ্ স ল
কয়েকটি বিশেষ শব্দ লিখবার উপায় নিচে দেখানো হল --
উদ্যোগ=উ দ ্ ZWNJ য ো গ
কেব়্লের= ক ে ব ় ্ ZWNJ ল ে র
হর্রা=হ র ্ ZWNJ র া
যাস্নে= য া স ্ ZWNJ ন ে
Shft H
র়্যাপার=র Shft H ্য া প া র
নৈঋর্ত= ন ৈ র্ ঋ ত
ভৎর্সনা=ভ র্ ৎ স ন া
ZWJ + ZWNJ যদি দরকার হয়
এ্যাড্রেস=এ ্য া ড ্র ে স
এ্যালোপ্যাথি= এ ্য া ল ো প ্য া থ ি
এ্যাসিড= এ ্য া স ি ড
ZWSP =AltGr+Shift P
ZWNJ এর বদলে ZWSP ব্যবহার করা যায়
হরফ সংযোজন বৈচিত্র __
ক ্ ZWNJ ষ =ক্ষ _---__ক ্ ZWJ ষ=ক্ষ _-----__ক ্ ষ= ক্ষ
জ ্ ZWNJ ঞ=জ্ঞ _--__জ ্ ZWJ ঞ=জ্ঞ__--_ জ ্ ঞ=জ্ঞ
স্বর চিহ্নাদি__ া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ ্ ং ঃ ঁ
স্বর চিহ্নাদির আগে ZWJ সংযোগ করলে চিহ্নের সঙ্গী
চক্র-চিহ্নগুলি দূর হবে
প্রথমে Space দিয়ে তারপরে ZWJ া লিখলে চক্র-চিহ্ন দূর হবে
যেমন_ া া
===================================
বাংলা কি-বোর্ড
বিতত কি-বোর্ড(Extended Keyboard)
ডানপাশের Alt(=AltGr) এবং AltGr+Shift চেপে এই সকল হরফ পাওয়া যাবে উন্নীত
~- ৽-- ¥-- £-- ®- -©- ℞- ℅- §- □-- ▪- - ↑
~--!---@---#---$---%--^---&---*---(---)---_---+ =ইংরেজি
`---1---2----3---4---5----6---7----8---9---0-------= ===ইংরেজি
´----⁄-- \----€-- $- ঌ---☼-░-- █-- ¶ --° ↓
«-- »--- ঐ- --- -- -- ঊ-- ঈ-- ঔ -→ ← ♥- ™- ☛
Q---W----E----R----T----Y----U----I----O----P----{---}-- -|- ইংরেজি
q----w-----e-----r-----t-----y-----u----i-----o----p-----[--]---\ ইংরেজি
-৺ | --- ঋ--- ------ উ-- ই-- ও--- -- {-- }-- ¦
--- ৄ---ৣ--- --- ৾---→ ← ---— --------- ----”--- ’
A----S----D----F----G----H----J----K----L----:----" ==ইংরেজি
a-----s----d-----f----g-----h----j-----k----l-----;-----' ===ইংরেজি
---ৠ--- ৡ--- ৢ-- --→ ← -অ--- ছ---এ--- “---- ‘
÷ ---×--- ⊨--- √--- ▲---- ≠---- ○----৻--- ●---ৼ
Z----X----C----V----B----N----M----<---->----? ===ইংরেজি
z-----x----c-----v-----b----n-----m----,------.----/ ===ইংরেজি
৲--- ৴--- ৵--- ৶---- ৷--- ৸----- ৹----←---- →--
এখানে তিনটি স্থানে মুখোমুখি লাল তির আছে, এই স্থানগুলি ফাঁকা(Blank) আর ফাঁকা তো দেখানো সম্ভব নয় তাই, এদের জন্য মুখোমুখি তির এঁকে ব্যাপারটা বোঝানো হয়েছে, এদের অর্থ হল __
দ্বিতীয় সারিতে ঔ-এর পাশে(P=) হল ZWSP=AltGr+Shift P
আর তৃতীয় সারিতে ৾ চিহ্নের পরে
শিফট লেভেলে(H=),---ZWJ =AltGr+Shft H
এবং তৃতীয় সারিতেই ’অ‘ এর আগে
নরমাল প্লেন লেভেলে(h=),---ZWNJ = AltGr h
===================================
নতুন-কলম৯১ কিবোর্ড এবং অহনলিপি কিবোর্ড হুবহু এক নয়
সামন্য তফাত আছে যেমন --
অহনলিপি
ফন্ট = AltGr+shft.
====================================
-------এখানে দুটো কিবোর্ড দেখানো হয়েছে, কিন্তু কিবোর্ড দুটো নয়, একটাই মাত্র তবে বোঝার সুবিধা এবং বোঝানোর সুবিধার জন্য দুটো ভাগে এখানে কিবোর্ড দেখানো হল এর প্রথটি হল, সাধারণ ভাবে যেমন আমরা কিবোর্ড দেখি, প্রমিত কিবোর্ড(Standard Keyboard), তার নরমাল প্লেন(normal plane) তথা নন-শিফ্ট(non-shift) অবস্থার চেহারা, এবং তারপরে শিফ্ট অবস্থার চেহারা কিন্তু এখানে তো সব হরফ বা চিহ্ন নেই, তা হলে বাকি সব হরফ বা চিহ্ন কি করে লেখা হবে? সেগুলো দেখানো হয়েছে বিতত কিবোর্ডে(Extended Keyboard),যেটা হল অল্ট(Alt) চেপে [যেটাকে বলা হয়েছে অল্টজিআর (Alt=AltGr)] লিখতে হবে, এবং অন্যটা তার (AltGr-এর সঙ্গে)শিফ্ট অবস্থার চেহারা এর সবটা মিলিয়েই বাংলা কিবোর্ড ভাগ করে করে দেখানো হয়েছে, অর্থাৎ ডিসেকশন করে ভাগে ভেগে ভেঙে দেখানো এতে দেখানোর সুবিধে যেমন তেমনি ব্যবহারকারীদের বুঝতেও সুবিধে হবে বলা দরকার যে, ডান দিকের Alt হল AltGr, বাঁ দিকের Alt চাপলে তা কিন্তু AltGr নয় বাঁ দিকের Alt চাপলে তা কিন্তু AltGr হবে না, তাই তা সঠিক কাজ করবে না এখানে AltGr-এর অর্থ হল "alternate graphic". যাহোক, ভুল করেও ভাবলে চলবে না যে এসব দুটো আলাদা কিবোর্ড
--------অনেকগুলি শব্দ কীভাবে কোন্টা লিখতে হবে তা আগেই উপরে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে, কারণ ইউনিকোড ফন্টে বেশ কিছু শব্দ লিখতে অসুবিধে হয় সে সমস্যা মেটাতেই ব্যাপারটা খোলসা করে লেখা হয়েছে একটু চেষ্টা করলেই বাংলা সকল শব্দ লেখা যাবে, তা কঠিন বা সহজ যা-ই হোক যেমন আগেই বলেছি ”র্যাপার“ যত সহজ শব্দই হোক তা লেখায় ইউনিকোড ফন্টে বেশ বেগ পেতে হয়, এবং একটু দেখে নিলেই হবে, এ্যাসিড =এ ্য া স ি ড, বা অন্য শব্দ লেখার পদ্ধতি কী আবার ’দংষ্ট্রা‘ বা ’কেম্ব্রিজ‘ ইত্যাদি নানা হরফ জুড়ে যুক্তবর্ণ দেখতে কঠিন হলেও ইউনিকোড ফন্টে লেখা তেমন কঠিন নয়
--------বাংলায় ফলা আছে আটটি(৮টি) ফলা হল আসলে যুক্তবর্ণে যেসকল হরফ (পরবর্তী বর্ণ/শেষ বর্ণ ), অন্য হরফের সঙ্গে যা এসে যুক্ত হয়, সেগুলির এক-একটি বিশেষ রূপ এদের কেন একটি করে বিশেষ রূপ এবং বিশেষ নাম দেওয়া হয়েছে? কারণ, এদের প্রয়োগ বা ব্যবহার পরে/শেষে যোজিত অন্যান্য বর্ণের চেয়ে বেশি ফলাগুলি হল__ ণ ন ম য র(রেফ এবং র-ফলা) ল ব ফলার ’ব‘ কিন্তু বর্গীয় ’ব‘ নয়, ফলার ’ব‘ হল অন্তস্থ-ব(ৱ) এর মধ্যে একমাত্র ণ ফলার ব্যবহার কম অতীতে হয়তো ’ণ‘ ফলার ব্যবহার বেশি ছিল, এখন আর তেমন নেই
--------ফলার মধ্য যে চারটি ফলাকে আমার করা কিবোর্ডে বিশেষ রূপ দেওয়া হয়েছে, তা হল য-ফলা, র-ফলা, রেফ, এবং ’ব‘ ফলা বাকি চারটির তথা __ ণ ন ম ল, এদের কোনওটির বিশেষ রূপ দেওয়া হয়নি সাধারণ যুক্তবর্ণের মতোই তাদের রাখা হয়েছে যে চারটি ফলার বিশেষ রূপ দেওয়া হয়েছে তাদের
কি-টপ(Key Top) গুলি কী কী? একটি তো য-ফলা, সেটি shift Z করা হয়েছে, সে কথা আগেই বলা হয়েছে ব(ৱ) ফলা করা হয়েছে__ b কি-টপ, অবশ্য তার আগে হস্ চিহ্ন টাইপ করে নিতে হবে যেমন__ ম ্ ব = ম্ব, স ্ ব =স্ব ইত্যাদি এটি বলা যায়, সরাসরি চাবি চেপে পাওয়া ফলা, এর ব্যবহার বেশ বেশি বলে এটিকে সরসরি টাইপ করার জন্য b-কিটপ দেওয়া হয়েছে
--------আর বাকি দুটি তথা র-ফলা এবং রেফ এদুটির ব্যবহার খুব বেশি বলে এদেরও সরাসরি চাবি চেপে লেখার ব্যবস্থা করা হয়েছে র-ফলা হল__ নরমাল প্লেনে ইংরেজি হরফ x, যেমন-_ ম্র=ম ্র প্র=প ্র এখানে যে-হস্ চিহ্ন র-এর সঙ্গে যুক্ত হচ্ছে তা কি(Key [ = ্র )-এর সঙ্গেই অন্তর্ভুক্ত করা আছে এই একই ব্যবস্থা য-ফলা এবং র-ফলার ক্ষেত্রে করা আছে তাই হস্ চিহ্ন আলাদা করে টাইপ করতে হয় না, স্ব-যোজিত ভাবেই চলে আসে
--------রেফ-এর ব্যবহার সবচেয়ে বেশি তাই এটিও সরাসরি চাবি চেপে লেখা যাবে, আর সেটা স্ব-যোজিত ভাবেই চলে আসবে যেমন__ র্ক=র্ ক, র্ব=র্ ব
--------র-ফলা এবং রেফ(-র্ --)-এর মধ্যে র-ফলাটি(x= ্র) সঙ্গী বর্ণের পরে চাপতে হবে আর যেহেতু রেফ([-=--র্-- )সাথী বর্ণের আগে উচ্চারিত হয়, তাই এটি সাথী বর্ণের আগেই টাইপ করতে হবে রেফ রাখা হয়েছে ডান দিকে ইংরেজি টাইপ তৃতীয় বন্ধনীর প্রথম-অংশ [ কি-টপে, যাতে এটি সরাসরি টাইপ করা যায়, এবং অন্যদের থেকে দূরে হরফ ’র‘, এবং র-ফলা, রেফ ইত্যাদি আছে আলাদা আলাদা করে দূরে দূরে, যাতে কোনও বিভ্রান্তি দেখা দিতে না পারে
--------বাংলায় যুক্তবর্ণ লেখার জন্য এখানে বর্ণ সমবায় পদ্ধতি গ্রহণ করা হয়েছে বর্ণ সমবায় পদ্ধতি কি? কেবলমাত্র পাশাপাশি হরফ জুড়ে যুক্তবর্ণ লেখা দলা পাকানো যুক্তবর্ণ(Consonant Cluster) ব্যবস্থা পরিহার করা হয়েছে, সেগুলি যেন হরফের মণ্ড তাই মণ্ডহরফ(lump of letters) এড়িয়ে বাংলা যুক্তবর্ণ এমনভাবে লেখা হয়েছে যে তা লিখতে, পড়তে, বুঝতে সুবিধে হয় মূল হরফের মতো করে যেন মণ্ডহরফগুলিকে, আবার নতুন করে বর্ণ পরিচয়ের মতো করে শিখতে নাহয় যদি লিখি__ বিজ্ঞ, রক্ষা তবে ’জ্ঞ‘, ’ক্ষ‘ যে কী ভাবে তৈরি হল তা বোঝা যায় না, অথবা বোঝা যায় না কোন্ কোন্ হরফ জুড়ে এসব তৈরি হয়েছে বড়রা বহুদিনে আয়াসে অভ্যাসে যাহোক করে শিখে ফেলেছে(যদিও সবটা সবার আয়ত্ত হয়নি), এদিকে ছোটরা তো খুবই কঠিন অবস্থায় পড়ে এখন এমন সব পরিবার থেকে শিশুরা বিদ্যালয়ে আসছে যে, তাদের পরিবার থেকে আগে কেউ বিদ্যালয়ে আসেনি, এটাই প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন তারা বাড়িতে পড়তে পারবে না, তাদের দেখিয়ে দেবার কেউ নেই তাই যদি লেখা পড়া সহজ হয়, তাতে সুবিধা সবারই বাঙালি পরিবার অথচ জীবিকার প্রয়োজনে অন্যত্র বাস করতে হয়েছে, তাদের হয় খুবই সমস্যা এমনি একজনের কথা-- বিয়ের পরে সে অন্ডালে আছে, সে এটাকে এভাবে বোঝার চেষ্টা করছে, অ, অর্ধেক ন আর ড, ল = অন্ডাল
যদিও বিশ্বখ্যাত পণ্ডিতদের মুখে এমন অভিমত শুনেছি যে__ ছেলে বেলায় আমরা কষ্ট করে এসব শিখেছি, এরা কেন তা পারবে না তাঁরা এসব প্রথম প্রজন্মের শিশুদের কথা মনে রাখেন নি যেমন, যদি বিকল্প রূপ না লিখে সর্বত্র গু, রু, শু হু এবং রূ __এমনি করে লেখা হয়, তাতে সুবিধা বাড়বে ছাড়া কমবে না তেমনি, অল্প, গন্ধ ইত্যাদি করে, সরল করে যদি যুক্তবর্ণ লেখা হয় তাতে সুবিধা বাড়বে ছাড়া কমবে না
--------এখানে বাংলা যুক্তবর্ণ লেখার একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, সেটি মাত্র দুটি সূত্রে বদ্ধ
(১) c1C2 (২) c1c1C2 , এখানে c অথবা C হল Consonant. অর্থাৎ, যুক্তবর্ণের প্রথম বর্ণ(c1) হবে ছোট সেজন্য c ছোট করেই লেখা হয়েছে আর যুক্তবর্ণের দ্বিতীয় বা শেষ বর্ণ C2 হবে বড় তথা সাধারণ মাপের ব্যঞ্জনবর্ণ
--------আমরা বাংলা যুক্তবর্ণের প্রথম বর্ণের উচ্চারণ করি সংক্ষিপ্ত বা লঘু করে, তাই তার আয়তনও হবে হ্রস্বাকৃতির, কিন্তু অবিকৃত আর দ্বিতীয় বর্ণ বা শেষ বর্ণের উচ্চারণ করি স্বাভাবিক বা পূর্ণ, তাই তা পূর্ণ মাপের করেই লেখা হবে এটাই সাধারণ রীতি, কোথাও যে কখনও ব্যতিক্রম হবেই না, তা হলফ করে বলা যায় না পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি বাংলা যুক্তবর্ণ লেখায় এমনি রীতিই তাঁদের নতুন লিখন ব্যবস্থায় চালু করেছেন যদিও সবটা নয়, যেমন তাঁরা ”কৃষ্ণ“ লেখায় মণ্ডহরফ প্রায় এমনি করে সহজ করে লিখছেন
বাংলায় দু ধরনের যুক্তবর্ণ হতে পারে, দুই বর্ণের এবং তিন বর্ণের যেখানে যুক্তবর্ণ দুই বর্ণের হবে__ সেখানে প্রথম বর্ণ হবে ছোট মাপের, আর যেখানে যুক্তবর্ণ তিন বর্ণের হবে সেখানে প্রথম দুটি বর্ণ হবে ছোট মাপের ছোট মানে বিকৃত বা অংশ মাত্র নয়, পুরো বর্ণই, কেবল মাপে ছোট কত ছোট? বড় হরফের দুই-তৃতীয়াংশ (২/৩) ফলে এই সূত্র অনুসারে সকল ধরনের যুক্তবর্ণই সহজে লেখা যাবে, এমন কি অনাগত ভবিষ্যত যুক্তবর্ণও এতে লেখা সম্ভব হবে এবং সহজ হবে মণ্ডহরফ করে লিখতে গিয়ে একটি বহুল প্রচারিত কাগজে রুশ শব্দ ”ভ্লাদিমি“ লিখতে গিয়ে ভ এবং ল, জুড়ে দিয়ে মণ্ড করে এমন অদ্ভুত ভাবে লেখা হয়েছে যা অকারণ এবং অনাবশ্যক
--------যুক্তবর্ণ সরল করে লেখার ফলে আমার করা সফ্টওয়্যারের আয়তন অনেক ছোট হয়েছে তাড়াতাড়ি লেখাও যাচ্ছে কিবোর্ড সহজে মনে থাকছে বেশি মুখস্ত করতে হচ্ছে না
সব লেভেলের, সব সারির, সব হরফ ----
সবগুলি একত্রে দেখা যাক__
নরমাল প্লেন __
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ৰ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ০ - =
দ্বিতীয় সারি “ __ ত শ ে র ট য় ু ি ো প র্ ড /
তৃতীয় সারি “ __ া স দ ফ গ হ জ ক ল ্ '
চতুর্থ সারি “ __ য ্র চ ভ ব ন ম , ং
নরমাল শিফট লেভেলে __
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ৗ @ # ৳ % ঽ & * ( ) _ +
দ্বিতীয় সারি “ __ থ ঢ় ৈ ৃ ঠ ঁ ূ ী ৌ ৎ [ ] ৱ
তৃতীয় সারি “ __ আ ষ ধ ঢ ঘ় ঝ খ ড় : "
চতুর্থ সারি “ __ ্য ঙ ; ঞ ঃ ণ . < > ?
অলট (=অল্টজিআর[AltGr] )নন-শিফট লেভেলে __ (অর্থাৎ ডান দিকের Alt চাপতে হবে)
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ´ ´⁄ \ € $ ঌ ☼ ░ █ ¶ ° ↓
দ্বিতীয় সারি “ __ ৺ ঋ উ ই ও { } ¦
তৃতীয় সারি “ __ ৠ ৡ ৢ ZWNJ অ ছ এ “ ‘
চতুর্থ সারি “ __ ৲ ৴ ৵ ৶ ৷ ৸ ৹ ← →
অল্টজিআর[AltGr] শিফট লেভেলে __ (অর্থাৎ ডান দিকের Alt চাপতে হবে, এবং একই সঙ্গে শিফট চাপতে হবে)
প্রথম সারি(বাঁদিক থেকে) __ ~ ৽ ¥ £ ® © ℞ ℅ § □ ▪ ↑
দ্বিতীয় সারি “ __ « » ঐ ঊ ঈ ঔ ZWSP ♥ ™ ☛
তৃতীয় সারি “ __ ৄ ৣ ৾ ZWJ — ” ’
চতুর্থ সারি “ __ ÷ × ⊨ √ ▲ ≠ ○ ৻ ● ৼ
অল্টজিআর[AltGr] কথাটির অর্থ হল ডান দিকের
অল্ট [Alt] চাপতে হবে বাম দিকের অল্ট [Alt] চাপলে কাজ হবে না
ZWJ = Zero Width Joiner(গায়ে সাঁটা যোজক, অর্থাৎ কোনও ফাঁক না রেখে সেঁটে তথা জুড়ে যাবে)= AltGr+Shift H
ZWNJ = Zero Width Non-Joiner(গায়ে সাঁটা অযোজক, অর্থাৎ গায়ে গায়ে লেগে যাবে কিন্তু জুড়ে যাবে না)=AltGr h
ZWSP = Zero Width Space(গায়ে সাঁটা ফাঁক, অর্থাৎ গায়ে গায়ে লেগে থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফাঁক রেখে)=AltGr+Shift P
ZWNJ(AltGr h) এর বদলে ZWSP(AltGr+Shift P) ব্যবহার করা যায়
--------আশা করি সংস্কৃত শব্দও বাংলা হরফে সহজে লেখা যাবে
--------পাঠকেরা আশাকরি তাঁদের বিজ্ঞ এবং মূল্যবান মতামত পাঠাবেন আমার
ই-মেলে তাঁদের মূল্যবান পরমর্শ দিয়ে ধন্যবাদ সকলকে
ইমেল ঠিকানা : manojkumardgirish@yahoo.com
----------------------------------__ ০ ___
লেবেলসমূহ: বাংলা কম্পিউটার কিবোর্ড জল্পনা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম